Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে ৯৬ রানেই অলআউট আয়ারল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ১০:০৬ পিএম

ভারতের বিপক্ষে ৯৬ রানেই অলআউট আয়ারল্যান্ড

বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয় আয়ারল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের অষ্টম ম্যাচে ভারতের বোলারদের তোপের মুখে পড়ে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট আয়ারল্যান্ড ক্রিকেট দল।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচের আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই দেখায় ৭ ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মাত্র এক ম্যাচে অংশ নেয়। ২০০৯ সালে নটিংহ্যামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় ভারত।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিজ ক্যাম্পার, জর্জি ডকরেল, গ্রেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্থি, জস লিটল ও বেন হোয়াইট।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম