Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৮:০৫ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-স্কটল্যান্ড। ইংরেজদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কিংস্টন ওভালে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। 

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ।

স্কটল্যান্ড: জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাট ক্রস (উইকেটরক্ষক), মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস সোল ও ব্র্যাড কুরি।

আসরের প্রথম ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জিততে পারেনি কানাডা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় ৭ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই করে ওমান-নামিবিয়া। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে জয় পায় নামিবিয়া।

গতকাল বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা। 

আজ সকালে উগান্ডাকে ৫৮ রানে অলআউট করে ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম