Logo
Logo
×

খেলা

ইতিহাস গড়ে বিশ্বকাপ মিশন শুরু আফগানদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম

ইতিহাস গড়ে বিশ্বকাপ মিশন শুরু আফগানদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। আজ বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে উগান্ডার বিপক্ষে ১২৫ রানের জয় পেয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।

এদিন রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের সঙ্গে ওপেনিং জুটিতে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৮৮ বলে ১৫৪ রানের পার্টনারশিপ গড়েন তারা। তাদের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে ফজল হক ফারুকির বোলিং তোপের মুখে পড়ে ১৬ ওভারে মাত্র ৫৮ রানেই অলআউট হয় উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার দিক থেকে এটি চতুর্থ।

এই লজ্জাজনক রেকর্ডের তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তারা ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ফের ৪৪ রানে অলআউট হয়েছিল ডাচরা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়েছিল।

মঙ্গলবার উগান্ডার বিপক্ষে ১২৫ রানের বিশাল জয়ে অনন্য নজির গড়েছে আফগানিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের জয়ের দিক থেকে এটি তৃতীয় সেরা জয়। আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ১২০ রানের বেশি ব্যবধানে দুবার জিতল। 

এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জয় পায় আফগানিস্তান। 

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের দিক থেকে সবচেয়ে বড় জয় শ্রীলংকার। তারা ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম