মিসবাহ। ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ পর্দা উঠেছে টি ২০ বিশ্বকাপের নবম আসরের। পাকিস্তান ৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। ৯ জুন নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে ২০০৯ এর চ্যাম্পিয়ন পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন দুদেশের সাবেক খেলোয়াড়রা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন, ‘বিরাট কোহলি পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি।’
ভারত-পাকিস্তান ম্যাচে কোন ভারতীয় খেলোয়াড় পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি? স্টার স্পোর্টসের এক শো’তে এমন প্রশ্নের উত্তরে মিসবাহ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আসলে অনেক কিছুই নির্ভর করে। এখানে কে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে, কার আগে দেশের জন্য জয় ছিনিয়ে আনার অভিজ্ঞতা রয়েছে, কে এই ম্যাচের চাপ সহ্য করতে পারে, তার ওপর নির্ভর করছে। তবে বিরাট কোহলিই সবচেয়ে বড় হুমকি হতে পারে। কোহলি এমন একজন খেলোয়াড়, যে কঠিন পরিস্থিতিতেও ভালো ব্যাট করে। গত বিশ্বকাপেও সে প্রতিপক্ষের হাতে চলে যাওয়া ম্যাচ বের করে নেয়। এমন খেলোয়াড় খুবই ভয়ংকর। আপনাকে তার দিকে নজর দিতে হবে। আশা করি, পাকিস্তানও তাই করবে।’
কোহলির পর বোলার হিসাবে জাসপ্রিত বুমরার নাম উল্লেখ করেছেন মিসবাহ। তিনি বলেন, ‘বোলিংয়ে আমি একজনের নাম বলব, বুমরা। সে অভিজ্ঞ খেলোয়াড়। আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি। কম ওভারের ক্রিকেটে নতুন ও পুরোনো বলে যেভাবে পারফর্ম করে, তাতে সে অবশ্যই ভূমিকা রাখবে। শুরুতেই সে ভারতকে চালকের আসনে নিয়ে যেতে পারে।’