নাভিদ নেওয়াজের অধীনে ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নেয় বাংলাদেশ। দুইবছর পর পুরোনো সেই কোচকে ফের নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকটে বোর্ড (বিসিবি)।
বাংলাদেশকে বিশ্বকাপ জেতানোর পর লংকান এই কোচ নিজ দেশে ফিরে যান, নতুন করে বিসিবির চাকরি নেওয়ার আগ পর্যন্ত শ্রীলংকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবেই কাজ করেছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও বিসিবির বয়সভিত্তিক পর্যায়ে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন নাভিদ। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ২ বছরের চুক্তি হয়েছে নাভিদের সাথে।
সেই সুবিচারের নতুন মূল্যায়নই বলা যেতে পারে নতুন করে তার দায়িত্ব প্রাপ্তিকে। ৫০ বছর বয়সী নাভিদ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। আছে ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৯৭টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা।
বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো নাভিদের সাথে বিসিবির চুক্তি ছিল ২০২৩ সাল পর্যন্ত। তবে শ্রীলংকা জাতীয় দলের প্রস্তাব পেয়ে সেই চুক্তি ভঙ্গ করেই নাভিদ বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চলে যান। এবার দুই বছরের চুক্তি হলেও সাফল্য এনে দিতে পারলে চুক্তির মেয়াদ বাড়বে।