Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে খেলতে নিউইয়র্কে বাংলাদেশ দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:১৫ এএম

ভারতের বিপক্ষে খেলতে নিউইয়র্কে বাংলাদেশ দল

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ওয়ার্মআপ ম্যাচ ছিল টাইগারদের। তবে বৃষ্টির কারণে ২৮ মের  ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এবার সামনে আছে  টিম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ। 

ভারতের বিপক্ষে খেলতে বুধবার (২৯ মে) মধ্যরাতে নিউইয়র্কে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

১ জুন নাসাও কাউন্টি স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচকে সামনে রেখে ডালাস থেকে বিমানে করে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ। এ ম্যাচের পরই বাজবে বিশ্বকাপের দামামা।

ডালাসে ২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‍মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্যরা হলো- নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম