Logo
Logo
×

খেলা

কলকাতার শিরোপা জয়ের নেপথ্যের নায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৫:১৬ পিএম

কলকাতার শিরোপা জয়ের নেপথ্যের নায়ক

সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কেকেআরের তৃতীয় শিরোপা জয়ে কৃতিত্ব দেওয়া হচ্ছে দলটির মেন্টর গৌতম গম্ভীরকে। গম্ভীরকে নিয়ে বেশি আলোচনা হওয়ায় আড়াল হয়ে যাচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কৃতিত্ব। 

তবে কেকেআরের তৃতীয় শিরোপা জয়ের নেপথ্যের নায়ক যে গম্ভীর নন, এমনটাই দাবি করলেন বরুণ চক্রবর্তী। তাকে সমর্থন করেন বেঙ্কটেশ আইয়ারও। 

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদমাধ্যমকে বরুণ চক্রবর্তী বলেন, ‘সবাই কোচেদের কথা বলছেন, তবে আমি মনে করি কেকেআরে ভারতীয় ক্রিকেটারদের মূল ভিত্তিটা তৈরি করেছেন একজন। আমি অভিষেক নায়ারকে অভিনন্দন জানাতে চাই। আমাদের তৃতীয় শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান তার। পুরো মৌসুমে অভিষেক নায়ার কঠোর পরিশ্রম করেছেন। তিনি পর্দার আড়ালে কাজ করেন, তাই কৃতিত্ব পান না। তবে নেপথ্যের নায়ককে কুর্নিশ জানানো উচিত।’

বরুণের মতো একই সুরে বেঙ্কটেশ আইয়ার বলেন, ‘বরুণ যে কথা বলল, যাবতীয় কৃতিত্ব পাওয়া উচিত অভিষেক নায়ারের। কিছু লোকের অবদান সবার নজরে পড়ে না। তবে অভিষেক নায়ারের ভূমিকা অস্বীকার করা যাবে না। ফ্র্যাঞ্চাইজির হয়ে যে রকম দায়িত্ব পালন করেছেন, সব কৃতিত্ব ওনার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম