
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ এএম
টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৭:১১ পিএম

আরও পড়ুন
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আজ শনিবার বার্মিংহামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে স্বাগতিক ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, শাদাব খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক, ফিল সল্ট, উইল জ্যাক, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ ও রিস টপলি।