পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে এবারের বিশ্বকাপে বিশেষ ভূমিকায় দেখা যাবে। আইসিসি ম্যান বিশ্বকাপ ২০২৪ এ তাকে অ্যাম্বাসেডর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কমিটি।খবর ক্রিকেট পাকিস্তানের।
টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদির ভূমিকা সবার জানা। তার অসাধারণ পারফরমেন্সে ভর করে পাকিস্তান ২০০৭ বিশ্বকাপে ফাইনালে খেলে। আবার তার ব্যাট-বলে পাকিস্তান ২০০৯ সালে বিশ্বকাপ জিতে।
আফ্রিদিকে এবার আয়োজনের অংশ করেছে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের ক্রিকেট আইকন যুবরাজ সিং, ক্রিস গেইল, উসাইন বোল্ট ও পাকিস্তানের শহীদ আফ্রিদি ব্রান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা রাখবেন।
অতীত স্মৃতি রোমন্থন করে আফ্রিদি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।প্রথম বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে বিশ্বকাপ জেতার স্মৃতি রয়েছে আমার।জীবনে খুব কমই এই সম্মানের মুহূর্ত আসে।