অফ-ফর্মে থাকা সত্ত্বেও পেস বোলার হাসান আলিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে দলে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা নির্বাচকদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেন।
কঠোর সমালোচনার পরও পিসিবি আস্থা রাখে পেস বোলার হাসান আলির ওপর; কিন্তু তিনি আয়ারল্যান্ড সিরিজে এক ম্যাচ খেলার সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি। ৩ ওভারে গড়ে ১৪ রান করে খরচ করেন ৪২ রান। দলের হয়ে সবচেয়ে বেশি খরুচে বোলিং করায় তাকে ইংল্যান্ড সিরিজে রাখেনি পাকিস্তান।
আজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে বাবর আজমদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে পেস বোলার হাসান আলিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ছেড়ে দিল পিসিবি। তার পরিবর্তে পেস বোলার হারিস রউফকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আগা, শাদাব খান, শাহিন আফ্রিদি ও উসমান খান।
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জোনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড।