Logo
Logo
×

খেলা

পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিলেন গ্যারি কারস্টেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৪৪ পিএম

পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিলেন গ্যারি কারস্টেন

পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী সাবেক কোচ গ্যারি কারস্টেন।

আজ পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেন প্রধান কোচ গ্যারি কারস্টেন। তাকে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ, অধিনায়ক বাবর আজম ও সহকারী কোচ আজহার মাহমুদ।

গ্যারি কারস্টেনের অধীনে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত মাসে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের কোচ হিসেবে গ্যারি কারস্টেনকে নিয়োগ দেয়। আর টেস্ট দলের কোচ হিসেবে অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে নিয়োগ দেয় পিসিবি। 

গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১০১টি টেস্ট ম্যাচ খেলার পাশাপশি ১৮৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৮৭ রান করেন। ক্রিকেট থেকে অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়া কারস্টেনের ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনে ২০১১ সালে বিশ্বকাপ জিতে ভারত। তার সময়ে টেস্ট র‌্যাংকিংয়ে এক নাম্বার হয় ভারত। 

ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া গ্যারি কারস্টেনকে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধান কোচ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তার সময়ে দক্ষিণ আফ্রিকা টেস্টে নাম্বার ওয়ান দলে পরিণত হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম