Logo
Logo
×

খেলা

বল চুরি করে পালাতে গিয়েই যা হলো সমর্থকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৮:০৫ পিএম

বল চুরি করে পালাতে গিয়েই যা হলো সমর্থকের

বল চুরি করে পালাতে গিয়ে কলকাতার পুলিশের হাতে ধরা পড়ল এক সমর্থক। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

গত ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের চলতি আসরের ৬০তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের একটি বল যখন সীমানা পেরিয়ে যায় সেটিকে পাওয়া যাচ্ছিল না। সেই বলটি সঙ্গে সঙ্গে নিজের অন্তর্বাসে লুকিয়ে ফেলেন উপস্থিত একজন কেকেআর সমর্থক। 

খেলা শেষে স্টেডিয়াম ছাড়ার আগে সেই সমর্থক কলকাতা পুলিশের হাতে ধরা পড়েন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই সমর্থক কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং নামের জার্সি পরেছিলেন।

পুলিশ তার কাছে বল চাইলে সে বলে তার কাছে কোনো বল নেই। পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করলে তখন সে বল বের করে দিতে বাধ্য হয়। সেই ঘটনার ভিডিও স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা নিজের ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।

বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করে ১৬ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে। টার্গেট তাড়ায় মুম্বাই ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি। ১৮ রানে জয় পায় কলকাতা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম