অবশেষে থামলেন। মাঠে ফুটবল নিয়ে আর কারিকুরি দেখাতে যাবে না রোনালদিনহোকে। চিরতরে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলারের ভাই ও এজেন্ট রবার্তো বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার এক টুইটবার্তায় তিনি লিখেছেন, সে থেমে গেছে। আর নয়। তবে দেশের ফুটবলের জন্য এখনও কাজ করবে ও। ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন ইভেন্টও করব।
রোনালদিনহো সবশেষ পেশাদার ফুটবল ম্যাচ খেলেন ২০১৫ সাল। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৫ সালে জেতেন ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর। ২০০৬ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জেতেন ৩৭ বছর বয়সী এ মহাতারকা।
মাত্র ৭ বছর বয়সে ১৯৮৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর ইয়ুথ টিমের হয়ে খেলা শুরু করেন রোনালদিনহো। ১৯৯৮ সালে একই ক্লাবের হয়ে শুরু করেন সিনিয়র ক্যারিয়ার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ক্লাবটির হয়ে দ্যুতি ছড়ানো ২০০১ সালে পিএসজিতে খেলার দরজা খুলে যায় তার। ফরাসি ক্লাবটির হয়ে মুগ্ধতা জাগানিয়া ফুটবল খেলায় ২০০৩ সালে ভেড়েন বার্সেলোনার ডেরায়। ন্যু ক্যাম্পে পাঁচ বছরের ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা।
পরে এসি মিলানে যোগ দেন রোনালদিনহো। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি’আ লিগ শিরোপাও জেতেন। এর পরই ফর্ম পড়তির দিকে হেলে যায়। বাকি সময়ে তাকে এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে ভিড়তে হন্যে হয়ে ঘুরতে হয়েছে। এ সময়ে তিনি খেলেছেন ফ্লেমেঙ্গো, অ্যাথলেটিকো মিনেইরো, কোয়েরেতারো ও ফ্লুমিনেসের হয়ে।