Logo
Logo
×

খেলা

লেগ স্পিনার হওয়ার স্বপ্নে মুশতাকের পাঠশালায় একঝাঁক তরুণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ১০:৪২ পিএম

লেগ স্পিনার হওয়ার স্বপ্নে মুশতাকের পাঠশালায় একঝাঁক তরুণ

ওরা শিক্ষানবিশ। স্বপ্ন লেগ-স্পিনার হওয়ার। স্বপ্নটা উসকে দিলেন মুশতাক আহমেদ। বিভিন্ন ধাপ পেরিয়ে এই পর্যায়ে এসেছেন ১৬ তরুণ। সারা দেশ থেকে তাদের খুঁজে বের করেছেন আরেক পাকিস্তানি লেগ-স্পিনার শাহেদ মাহমুদ। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণরা সুযোগ পেয়েছেন।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাদের দীক্ষা দিয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি ২০ ম্যাচের মাঝে কাল সময় পেয়ে প্রতিশ্র“তিশীল স্পিনারদের নিয়ে কাজ শুরু করেন ’৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য মুশতাক।  

আজ জাতীয় দলের অনুশীলন ছিল না। ফাঁকা সময় কাজে লাগিয়েছেন তিনি। বাংলাদেশের তরুণদের টিপস দিয়েছেন। পরে তাদের স্কিল পরখ করেন মুশতাক। কয়েকজনকে তাদের লাইন-লেংথে উন্নতি করার পরামর্শ দিতেও দেখা যায় বিসিবির পাঠানো এক ভিডিওতে। 

বিসিবির গেম ডেভেলপমেন্ট হয়ে এক বছর ধরে কাজ করছেন শাহেদ। সারা দেশে তিনি ঘুরে বেড়িয়েছেন। সব মিলে ৮০ ক্রিকেটার বাছাই করেন। এর মধ্যে ১৫ জন বিভিন্ন বয়সভিত্তিক প্রোগ্রাম ও ১০-১২ জনকে ফাস্ট ট্র্যাক প্রোগ্রামে রাখা হবে। এ মাসের শেষদিকে নির্বাচিত লেগ-স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম