Logo
Logo
×

খেলা

দুই অলরাউন্ডারকে বাদ দেওয়ায় প্রশ্ন তুলেছেন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৪:২৪ পিএম

দুই অলরাউন্ডারকে বাদ দেওয়ায় প্রশ্ন তুলেছেন আফ্রিদি

আজ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাবর আজমরা। বিশ্বকাপের আগে এই দুই সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই অলরাউন্ডার ওয়াসিম জুনিয়র ও আমের জামেলকে। 

এই দুই অলরাউন্ডারকে বাদ দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, ‘ওয়াসিম জুনিয়রকে দলে রাখার পর কীভাবে তাকে বাদ দেওয়া হলো তা বিস্ময়কর।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, ‘আব্দুল রাজ্জাকের পরে আর কোনো ভালো অলরাউন্ডার পাকিস্তান দলে আসেনি। আমের জামাল ভালো একজন অলরাউন্ডার, তাকে বাদ দেওয়ায় আমি হতাশ।’

আফ্রিদি আরও বলেছেন, ‘একজন ভালো অধিনায়ক কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। আমরা চাই বাবর আজম যেমন একজন দুর্দান্ত খেলোয়াড় তেমনি একজন দুর্দান্ত অধিনায়কও হয়ে উঠুক। জাতীয় দলে যারা দীর্ঘদিন ধরে খেলছে তাদের কাজ এখন বিশ্বকাপে ভালো করা।’

আরও পড়ুন

>> বাবরকে যে চ্যালেঞ্জ দিলেন পাকিস্তানের সাবেক তারকা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম