Logo
Logo
×

খেলা

আইপিএলে ৫৭ ম্যাচে ১০০০ ছক্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১১:০২ পিএম

আইপিএলে ৫৭ ম্যাচে ১০০০ ছক্কা

 

আইপিএলে এর আগে ১৬ বছরে মাত্র দুবার ঘটেছিল এমন ঘটনা। এক মৌসুমে এক হাজারের বেশি ছক্কা মেরেছিলেন ব্যাটাররা।

 

এ বছর সেই রেকর্ড ভেঙে গেছে। সবচেয়ে কম বলে ১০০০ ছক্কা হয়েছে ৫৭তম ম্যাচে। বুধবার লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই রেকর্ড হয়েছে।

অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পরপর দুটি ছক্কা মারেন ক্রুনাল পান্ডিয়া। দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা। ১৩,০৭৯ বলে ১০০০ ছক্কা হয়েছে এবার।

আইপিএলের ইতিহাসে এরআগে কখনোই এত কম বলে ১০০০ ছক্কা হয়নি। এর আগে মাত্র দুবার এক মৌসুমে ১০০০ কিংবা তার বেশি ছক্কা হয়েছে।

২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০ ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। এত দিন সেটাই ছিল রেকর্ড। তার আগের বছর ২০২২ সালে ১০৬২ ছক্কা মেরেছিলেন ব্যাটাররা। ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০ ছক্কা মারতে।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, যত সময় গড়াচ্ছে তত ছক্কার সংখ্যা বাড়ছে। এ বছর ধরলে শেষ তিন বারই ১০০০-এর বেশি ছক্কা হয়েছে আইপিএলে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম