আগামী মাসের শুরুতেই ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
বিশ্বকাপ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন চারিথ আসালাঙ্কা।
বিশ্বকাপ দলে আছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও। তিনি ২০১৪ সালে শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। টি-টোয়েন্টিতে ষষ্ঠবার খেলবেন ম্যাথিউস।
হাসরাঙ্গাকে সহায়তা করবেন সাবেক দুই অধিনায়ক দাসুন শানাকা ও কুশাল মেন্ডিস। বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।
৩ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে শ্রীলংকার।
শ্রীলংকার বিশ্বকাপ দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলথামেরা, নুশমান ওয়েলহারা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কা।
স্ট্যান্ড বাই: আসিথা ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, ভানুকা রাজাপাকসে ও জেনিথ লিয়ানাগে।