নেতৃত্ব হারিয়ে রানখরায়, বাদ পড়ার শঙ্কায় কাঁদছেন রোহিত!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৪, ০২:১০ পিএম
রোহিত শর্মার নেতৃত্বে আইপিএলে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ানস। গত আসরে প্রত্যাশিত পাফরম্যান্স করতে পারেনি মুম্বাই।
যে কারণে চলতি আসরে নেতৃত্ব হারান রোহিত শর্মা। তার পরিবর্তে মুম্বাই অধিনায়ক করে হার্দিক পান্ডিয়াকে। তার অধীনেই খেলছেন ভারতের জাতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত।
আইপিএলের এবারের আসরে নেতৃত্ব হারিয়ে ছন্দও হারিয়ে ফেলেছেন ‘হিটম্যান’ হিসেবে পরিচিত রোহিত শর্মা। সবশেষ ৬ ম্যাচে যথাক্রমে ৩৬, ৬, ৮, ৪, ১১ ও ৪ রানে আউট হয়েছেন রোহিত।
গতকাল সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪ রানেই আউট হন রোহিত। আউট হয়ে সাজঘরে ফিরে কান্নায় ভেঙে পড়েন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যদিও শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে ১৬ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয় পায় মুম্বাই।
এই জয়ে ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে মুম্বাইয়ের অবস্থান নয় নম্বরে। প্লে-অফে খেলাই তাদের জন্য অনিশ্চিত হয়ে গেছে। এ কারণেই বেশি হতাশ রোহিত।
শুধু তাই নয়, আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মাকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের আগে যদি ফর্মে ফিরতে না পারেন তাহলে ২৫ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রয়েছে। তখন হয়তো নেতৃত্বই নয়, বিশ্বকাপ দল থেকেও বাদ পড়ার শঙ্কা। হয়তো এসব কারণেই বেশি হতাশায় ভুগছেন রোহিত।
আরও পড়ুন
>> ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন যারা
>> ভারত বিশ্বকাপের সেমিফাইনালেও যেতে পারবে না: ভন
If you are happy when someone cries, then humanity is dead inside you. Rohit Sharma will make a comeback once again and then you will not find a place to hide your shameless face. pic.twitter.com/vbikE3puFB
— Satya Prakash (@Satya_Prakash08) May 6, 2024