Logo
Logo
×

খেলা

হার্দিক পান্ডিয়ার মাসিক আয় কত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৪:২০ পিএম

হার্দিক পান্ডিয়ার মাসিক আয় কত

ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি জাতীয় দলের সহ-অধিনায়কে দায়িত্ব পালন করেন। আইপিএলের চলতি আসরে তার নেতৃত্বে খেলছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

হার্দিক পান্ডিয়ার সম্পদের পরিমাণ কোটি কোটি টাকার। চলতি বছরের এক প্রতিবেদন অনুসারে ভারতীয় এই তারকা ক্রিকেটার প্রতি মাসে প্রায় ১.২ কোটি টাকা আয় করেন।

এটি তার আগের আয়ের তুলনায় অনেক বেশি। হার্দিক পান্ডিয়া বেশিরভাগ আয় করেন ক্রিকেট খেলা এবং বিজ্ঞাপন থেকে।

হার্দিক পান্ডিয়ার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও চুক্তি রয়েছে। সেই চুক্তি থেকে প্রতি বছর ৫ কোটি টাকা আয় করেন।

২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় গুজরাট টাইটানস। সেই আসরে তাকে ১৫ কোটি টাকায় কিনেছিল দলটি। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স একই দামে তাকে কিনে নেয়। 

হার্দিক পান্ডিয়া ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রায় ৫৫-৬০ লাখ টাকা আয় করেন। হার্দিক হ্যালাপ্লে, গাল্ফ অয়েল, স্টার স্পোর্টস, জিলেট, জাগল, সিন ডেনিম, ডি:এফওয়াই, বোট, ওপ্পো, ড্রিম ১১, রিলায়েন্স রিটেইল, ভিলেন এবং এসজি ক্রিকেট ব্র্যান্ডগুলোকে সমর্থন করেন হার্দিক পান্ডিয়া।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯১ কোটি টাকার। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম