Logo
Logo
×

খেলা

‘বাবরের সঙ্গে আমার কোনো সমস্যা নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৯:৪৬ পিএম

‘বাবরের সঙ্গে আমার কোনো সমস্যা নেই’

কোচিং স্টাফের সঙ্গে রাগ আর অভিমানে ২০২০ সালে প্রতিভা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির। একই কারণে গত বছর অবসর নেন তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

জাতীয় দলের বাইরে থাকাকালীন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে বোলিংয়ের সময়ে বাবর আজমের ওপর মেজাজ দেখান প্রতিপক্ষ দলের পেসার মোহাম্মদ আমির। একই ঘটনা ঘটান ইমাদ ওয়াসিমও। 

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় আমির ও ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দলে ফিরে ইমাদ ওয়াসিম বলেন, ‘বাবরের সঙ্গে আমাদের (ইমাদ ও আমির) কোনো সমস্যা নেই। তিনি আমাদের অধিনায়ক এবং সবাই তাকে সমর্থন দেব। বাবর আবারো অধিনায়ক হয়েছেন, কারণ সম্ভবত তিনি আমাদের আগের বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন।’

৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার আরও বলেন, ‘শুধুমাত্র খেলার জন্য নয়, আমির এবং আমি একটি কারণে ফিরে এসেছি- শেষবার খেলতে এবং বিশ্বকাপ জিততে। গত কয়েক আসরে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছি, যা অবশ্যই খুব বড় অর্জন; কিন্তু সত্য হলো সেমিফাইনাল এবং ফাইনালিস্টদের কেউ মনে রাখে না আমাদের লক্ষ্য সেই টুর্নামেন্টে জয়ী হওয়া।’

ইমাদ আরও বলেন, ‘আমি আমার নিজের সুবিধার জন্য ফিরে আসিনি, আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য এবং একটি উচ্চ অবস্থানে থেকে টুর্নামেন্টটি শেষ করতে চাই। আমরা চাই ২৫ মিলিয়নের এই জাতিকে সন্তুষ্ট করতে, যাতে সবাই একসঙ্গে উদযাপনে শামিল হতে পারি। এটাই আমাদের এখনকার মিশন ও লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা এটি অর্জন করতে পারব কিনা সেটা কে বলতে পারে? আমার অবদান ছোট বা বড় যাই হোক, তা আমার কাছে বিবেচ্য নয় যদি আমরা ট্রফি জিতি। এটা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। আমি মনে করি আমরা যদি এক হয়ে খেলি, তাহলে আমরা কারও কাছে হারব না। আমি বাইরের চাপ অনুভব করি না, শুধু ম্যাচের চাপ। আমি কেবল আমার পারফরম্যান্সকে কেন্দ্র করে চাপ অনুভব করি, আর কিছু না। আপনি যদি বাইরের চাপের কথাও ভাবতে শুরু করেন, তাহলে আপনি কার্যকরভাবে পারফর্ম করতে পারবেন না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম