আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে আজ রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের সূচি ঘোষণা করে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আয়োজক বাংলাদেশের সব ম্যাচ মিরপুরে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল হবে। সেই দল শ্রীলংকা হওয়ার সম্ভাবনাই বেশি। এই গ্রুপের সব ম্যাচ মিরপুরে।
‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল (আয়ারল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি)। এই গ্রুপের সব ম্যাচ সিলেটে।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারত এই মুহূর্তে সিলেটে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড (সম্ভাব্য)।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা (সম্ভাব্য)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরুর সময়
৩ অক্টোবর কোয়ালিফায়ার ২ মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর ইংল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বেলা ৩টা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা