বিশ্বকাপে ভয়ংকর দল হবে পাকিস্তান, বলছেন ভারতীয় তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৪, ১০:৩৬ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনো দল ঘোষণা করেনি পাকিস্তান। তার আগে পাকিস্তান ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং হবে।
ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর দিকে নজর দিচ্ছে পাকিস্তান। তিনদিনের ফিটনেস ট্রেনিং ক্যাম্প করবেন বাবর আজমরা। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবে পাকিস্তান।
এর আগে সেনাদের সঙ্গে ফিটনেস ট্রেনিং করেছিল পাকিস্তান দল। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। জস বাটলারদের বিরুদ্ধে বাবরদের প্রথম ম্যাচ ২২ মে। সেই ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে পাকিস্তান।
বাবরের নেতৃত্বে কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। সেই সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়। পাকিস্তান দল সম্পর্কে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বলেন, ‘ফখর জামান ও আজম খান মিডল অর্ডারে ভয়ংকর। ওদের দলে মোহাম্মদ আমির, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদির মতো পেসাররা রয়েছে। পাওয়ার প্লে’তে ইমাদ ওয়াসিমও ভালো বল করে। দুর্দান্ত দল।’