Logo
Logo
×

খেলা

শ্রীলংকান ক্রিকেটারদের অনুশীলনে ওয়াসিম আকরাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১০:২০ পিএম

শ্রীলংকান ক্রিকেটারদের অনুশীলনে ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলংকার পেস বোলারদের বৃহস্পতি ও শুক্রবার দুদিন অনুশীলন করিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

দুই দিনে পাঁচটি সেশন পরিচালনা করেন এই সাবেক পাকিস্তান অধিনায়ক। শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) আশা করে যে, ৫৭ বছর বয়সি আকরামের টিপস বিশ্বকাপে তাদের পেসারদের ভালো পারফরম্যান্স করতে যথেষ্ট সহায়তা করবে।

শুধু লংকান পেসাররাই নন, সেদেশের হাই পারফরম্যান্স এবং কয়েকটি বড় ক্লাবের কোচদেরও প্রশিক্ষণ দিয়েছেন আকরাম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলংকা দলের ক্রিকেটারদের প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন তিনি। পেস বোলিং একাডেমির শিক্ষার্থীদের জন্যও আলাদা কর্মশালা পরিচালনা করেন ৩৫৬ ওডিআইতে ৫০২ উইকেট নেওয়া আকরাম।

কোনো বড় টুর্নামেন্টের আগে ভিনদেশি কিংবদন্তি ক্রিকেটারদের এনে তাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করা শ্রীলংকার ক্রিকেটে নতুন ঘটনা নয়। ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে খেলতে নামার আগে শ্রীলংকা খণ্ডকালীন শিক্ষক হিসাবে এনেছিল স্যার গ্যারি সোবার্সকে। তিনি সেসময়ের টিনএজার অর্জুনা রানাতুঙ্গাকে দলে নিতে বলেছিলেন। বাকিটা ইতিহাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম