Logo
Logo
×

খেলা

‘ক্রিকেট জীবনে ধোনি আমার বাবার মতো’ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৭:৪৯ পিএম

‘ক্রিকেট জীবনে ধোনি আমার বাবার মতো’ 

ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। 

শুধু জাতীয় দলেই নয়! আইপিএলেও অধিনায়ক হিসেবে সফল মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস একাধিকবার আইপিএল শিরোপা জিতেছে। 

আইপিএলের চলতি আসরে ধোনির পরিবর্তে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ভূমিকা পালন করছেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলছেন শ্রীলংকান তরুণ পেসার মাথিশা পাথিরানা। 

লংকারন তরুণ এই পেসার ধোনির প্রশংসায় মুগ্ধ। চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করা পাথিরান বলেছেন, ‘ক্রিকেট জীবনে মহেন্দ্র সিং ধোনি আমার বাবার ভূমিকা পালন করছেন। তিনি আমার যত্ন নেন এবং আমাকে কী করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেন, ঠিক আমি যখন আমার বাড়িতে থাকি তখন আমার বাবা যেমনটা করেন। আমি মনে করি এটাই আমাদের কাছে যথেষ্ট।’

২১ বছর বয়সী এই তরুণ পেসার শ্রীলংকার হয়ে মাত্র ১২টি ওয়ানডে আর ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৮ উইকেট শিকার করেই আইপিএলের মতো কোটিপতি লিগে জায়গা করে নিয়েছেন। 

তরুণ পেসার আরও বলেন, ‘যখন মাঠে কিংবা মাঠের বাইরে থাকি ধোনি খুব বেশি কিছু বলেন না, তবে ছোট ছোট কিছু পরামর্শ দেন যা পার্থক্য গড়ে দেয়, আমাকে আত্মবিশ্বাস যোগায়। তিনি জানেন কীভাবে খেলোয়াড়দের পরিচালনা করতে হয়। মাঠের বাইরে, আমরা খুব বেশি কথা বলি না, তবে তাকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় আমি অবশ্যই তার কাছে যাব এবং জিজ্ঞেস করব।’

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। হয়তো এটাই তার শেষ আইপিএল। তবে তাকে আইপিএলের আগামী আসরে খেলার আহবান জানিয়ে পাথিরানা বলেন, ‘মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাই, আপনি যদি আরেকটি মৌসুম খেলতে পারেন, তাহলে দয়া করে আমাদের সঙ্গে খেলুন। আমি যদি এখানে ( চেন্নাই সুপার কিংসে) থাকি (হাসি)।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম