টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর তথা ২০০৭ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে ভারত। দুই বছর পর ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাকিস্তান।
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ১ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল ম্যাচ।
তার আগে ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে খেলবে ভারত–পাকিস্তান। বিশ্বকাপের এমন রোমাঞ্চকর ম্যাচের ভেন্যু নাসাউ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৪ হাজার।
এই ম্যাচের টিকিটের দাম এরই মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। ক্রিকেটপাকিস্তান যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের ১৩০০ মার্কিন ডলার মূল্যের টিকিটের দাম ২৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
মূলত যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী কানাডায় থাকা বিপুলসংখ্যক ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের কারণেই টিকিটের এমন চাহিদা।