ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রানের বন্যা বয়ে যাচ্ছে। প্রতি ম্যাচেই দুই শতাধিক রান হচ্ছে। আইপিএলের এবারের আসরে রেকর্ড প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ২৮৭, ২৭৭, ২৭২ ও ২৬৬ রান হয়।
এবারের আসরে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ২৮৭ ও ২৭৭ রানের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। এখন থেকে ঠিক ১১ বছর আগে ২০১৩ সালে ২৬৩ রান করেছিল ক্রিস গেইল ও বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারে আসরে দলীয় সর্বোচ্চ ২৬২, ২৬২ ও ২৫৭ রানও হয়েছে।
আইপিএলে ১২০ বলের ম্যাচে রানের বন্যা দেখে অনেকেই হতাশ। বিশেষ করে বোলাররা বেশি হতাশ। তারা ব্যাটসম্যানদের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়ছেন।
তবে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এত বেশি রান হবে না। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নেই। তাই সেখানে এত রান উঠবে কি না সেটা দেখতে হবে।’
অস্ট্রেলিয়ান তারকা পেসার আরও বলেন, ‘আমার মনে হয় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম না থাকার প্রভাব পড়বে। প্রথম একাদশে বাইরে থেকে এক জনকে যখন আনা যাবে না, তখন দলের ভারসাম্য বদলে যাবে। অলরাউন্ডারদের প্রয়োজন বাড়বে। অধিনায়কদের তখন ১১ জন ক্রিকেটারকে নিয়ে খেলতে হবে। সেই অনুযায়ী ভাবনা চিন্তা করতে হবে। আইপিএলে এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কিন্তু বেশ উপভোগ্য।’
স্টার্ক আরও বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ফলে একটা পরিবর্তন তো অবশ্যই এসেছে। প্রত্যেক দলে বাড়তি ব্যাটসম্যান থাকছে। ব্যাটিং গভীরতা বাড়ছে। বোলিংয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। এই নিয়মের সুবিধা এবারের প্রতিযোগিতায় বেশ ভালো ভাবে দেখা গিয়েছে। পাওয়ার প্লেতে ব্যাট করার সময় ব্যাটসম্যানরা কোনও ভয় পাচ্ছে না। কারণ তারা জানে দলের ব্যাটিং গভীরতা রয়েছে।’