Logo
Logo
×

খেলা

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা, পাকিস্তান স্কোয়াডে চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৬:২০ পিএম

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা, পাকিস্তান স্কোয়াডে চমক

আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে এই টি-টোয়েন্টি সিরিজে দল বাছাইয়ে চমক রেখেছেন নির্বাচকরা। এই দল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বেছে নেবে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকরা বৃহস্পতিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে জায়গা পেয়েছেন পেসার হাসান আলি। খবর ক্রিকেট পাকিস্তানের।

পাকিস্তান শুরুতে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে। পরে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজ খেলা হবে। 

নির্বাচকরা পেসার হারিস রউফকেও ফিরিয়ে এনেছে। সালমান আলি আঘাকেও সুযোগ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত ছিটকে পড়েছেন উসামা মীর ও জামান খান।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ মিস করেছেন হারিস রউফ ও আজম খান। আর হাসান আলি দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন। 

ইনজুরির কারণে মোহাম্মদ ইরফান ও রিজওয়ানও দল থেকে ছিটকে পড়েছিলেন কিউই সফরে। এবার তারা দলে ডাক পেয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ১০, ১২ ও ১৪ মে। তার পর ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে ২২, ২৫, ২৮ ও ৩০ মে। 

পাকিস্তান দল

বাবর আজম, রিজওয়ান, সায়েম আইয়ুব, ফখর জামান, ইরফান খান, ইফতিখার আহমাদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, হাসান আলি, সালমান আলি আঘা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম