ঘরের মাঠেই পরস্থ বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতীয় নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় হেরে সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা।
দলের এমন বাজের পরিস্থিতেও সুখবর বয়ে নিয়ে আসছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের প্রথম ম্যাচে ৪৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫১ রান করেন জ্যোতি। সেই ম্যাচে দল হারলেও তিনি ফিফটি হাঁকান।
তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। নারীদের র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ আজ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নারী টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
বোলারদের তালিকায় রাবেয়া এগিয়েছেন ৮ ধাপ, আছেন আট নম্বরে। এছাড়া পেসার মারুফা আক্তার ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে আছেন।