Logo
Logo
×

খেলা

দুই ম্যাচ হাতে রেখেই ঢাকা লিগে চ্যাম্পিয়ন আবাহনী 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পিএম

দুই ম্যাচ হাতে রেখেই ঢাকা লিগে চ্যাম্পিয়ন আবাহনী 

দুই ম্যাচ হাতে রেখেই ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে আবাহনী ২৩তম শিরোপা নিশ্চিত করে।

এদিন বিকেএসপিতে সাকিব আল হাসানদের শেখ জামাল আগে ব্যাট করে ২৬৭ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আবাহনী।

আবাহনীর জয়ের নায়ক আফিফ হোসেন। তাকে  চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্প থেকে নিয়ে আসে আবাহনী। তিনি ৮৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৩ রান করেন। অধিনায়ক মোসাদ্দেক ৫৪ বলে ৫৩ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাটিং করেছে শেখ জামাল। নেমেই দলটি ১৫ রানে হারায় টপ অর্ডার তিন উইকেট। এরপর ক্রিজে নামেন সাকিব। চতুর্থ উইকেটে সৈকত আলীকে সঙ্গে নিয়ে গড়েন ৭২ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৬৬ বলে ৪১ রান করে সৈকত আউট হলে জুটি ভাঙে। 

সাকিব ৫৬ বলে ২ চার ও সমান ছক্কায় খেলেন ৪৯ রানের ইনিংস। এরপর নুরুল হাসান ব্যক্তিগত ৪১ রানে রান আউটের হলে ফের বিপর্যয়ে পড়ে যায় শেখ জামাল। শেষ পর্যন্ত জিয়াউর রহমানের ৫৮ বলের ৮৫ রানের ঝলমলে ইনিংস ২৬৭ রান তুলতে সক্ষম হয় শেখ জামাল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম