পাকিস্তান ক্রিকেট দল যেমন অননুমেয় তেমনি বোর্ডও। কখন যে কী সিদ্ধান্ত এসে যায় বোঝা বড় মুশকিল। আজ যে অধিনায়ক কালই সে ‘খলনায়ক’। যুগ যুগ ধরে এই চর্চা চলে আসছে পাকিস্তান দলে। দেশটির কিংবদন্তিদের অনেকেই সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় নিতে পারেননি।
চলতি সময়ে বিশ্বের সেরা ব্যাটারদের একজন বাবর আজম। পাকিস্তান দলের নিউক্লিয়াসও বটে। বাবরের নেতৃত্বে বহু ম্যাচ জিতেছে দলটি। তাকেই কিনা গত বিশ্বকাপের পর অধিনায়ক থেকে বাদ দেওয়া হয়। তখন অধিনায়ক করা হয়েছিল সিমার শাহিন শাহ আফ্রিদিকে।
শাহিনকেও বেশি দিন সুযোগ দেয়নি পিসিবি। একটি মাত্র সিরিজ দেখে তাকেও বাদের খাতায় ফেলে দেওয়া হয়। বাবরকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে জল কম ঘোলা হয়নি।
দলটি যেহেতু পাকিস্তান। তাই কখন আবার বাবরকে নিয়ে কী সিদ্ধান্ত চলে আসে সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বাবর কতদিন সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন সেই প্রশ্ন এসেই যায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির সঙ্গে এ নিয়ে বাবরের বৈঠক হয়। রোববার তিনি এক সংবাদ সম্মেলনে বাবর আজমের নেতৃত্বে ভবিষ্যত নিয়ে কথা বলেন। নাকবির ভাষ্য, বাবরের নেতৃত্ব ঠিক করবে বাছাই কমিটি।
নাকবি নিশ্চত করেন, বাবর ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত নিশ্চিত নেতৃত্ব দেবেন। তিনি এও মনে করেন, অধিনায়কের মেয়াদ আরও বেশি হওয়া উচিত।
‘আমার মত হচ্ছে-অধিনায়কত্বের সিদ্ধান্ত লম্বা সময়ের জন্য নেওয়া উচিত। আর এটি সম্পূর্ণরুপে বাছাই কমিটির ওপর নির্ভর করছে। কোন খেলোয়াড় খেলবে কোন খেলোয়াড় বাদ যাবে সেই এখতিয়ার তাদের।’
তবে এটি স্পষ্ট যে খুব শিগগিরই বাবর বাদ পড়ছেন না। সম্প্রতি তার নেতৃত্বে হোম সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করেছে পাকিস্তান।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।