Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়ে সিরিজে নতুন মুখ তানজিদ, নেই সাকিব-মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ পিএম

জিম্বাবুয়ে সিরিজে নতুন মুখ তানজিদ, নেই সাকিব-মোস্তাফিজ

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। 

আসন্ন এই সিরিজের প্রথম তিন ম্যাচকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ঘোষিত সেই দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ সেরা তারকা পেসার মোস্তািফজুর রহমান। কাটার মাস্টার মোস্তাফিজ আইপিএল খেলার জন্য ভারত সফরে আছেন। ১ মে আইপিএল খেলে দেশে ফেরার কথা রয়েছে কাটার মাস্টারের। 

ঘোষিত দলে আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম

চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর

পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম