জামিন না পেয়ে আদালতেই জ্ঞান হারান অস্ট্রেলিয়ান সাবেক তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পিএম
ভয় দেখানো, রাতে হামলা, শারীরিক ক্ষতি ও শ্বাসরোধ করার চেষ্টাসহ দেড় ডজনের বেশি অভিযোগে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার।
অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্ল্যাটারকে সোমবার প্রথম আদালতে নিয়ে যাওয়া হয়। সেদিন বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
তিনি জামিনের আবেদন করেছিলেন। তাই মঙ্গলবার আবার তাকে আদালতে তোলা হয়। এদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করার পর অজ্ঞান হয়ে পড়েন ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া সাবেক এই তারকা ব্যাটসম্যান।
চিকিৎসার পর সুস্থ হলে শুনানি শুরু হয়। বিচারক অভিযুক্ত সাবেক ক্রিকেটারের জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন।
গত বছর ৫ ডিসেম্বর থেকে গত ১২ এপ্রিল পর্যন্ত স্ল্যাটারের বিরুদ্ধে ১৯টি অভিযোগ করা হয়েছে। প্রতিবেশীদের নানাভাবে বিরক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে মহিলাদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার, উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
গত শুক্রবার কুইন্সল্যান্ড পুলিশ ৫৪ বছরের সাবেক ক্রিকেটারকে গ্রেফতার করে। মঙ্গলবার আরও একটি নতুন অভিযোগ যুক্ত হয়েছে। আদালতে স্ল্যাটারের বিরুদ্ধে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে পুলিশ।