ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল স্পিন বোলার ডেরেক আন্ডারউড ৭৮ বছর বয়সে মারা গেছেন। তার সাবেক কাউন্টি ক্লাব কেন্ট সোমবার এই দুঃসংবাদ দিয়েছে।
‘ডেডলি’ নামে খ্যাত আন্ডারউড ১৯৬৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশের হয়ে বাঁ-হাতি স্পিন বোলিংয়ে ২৯৭ উইকেট নিয়েছিলেন ৮৬ টেস্টে। ইংল্যান্ডের হয়ে টেস্টে আর কোনো স্পিনারের এত বেশি উইকেট নেই। এছাড়া ২৬ ওডিআইতে ৩২ উইকেটের মালিক তিনি।
১৯৬৬ সালে ২১ বছর বয়সে প্রথম ইংল্যান্ডের হয়ে খেলা আন্ডারউড শেষবার মাঠে নামেন ১৯৮২তে। টেস্ট ক্রিকেটে এখনো স্পিনারদের মধ্যে নিকটতম প্রতিদ্ব›দ্বী গ্রায়েম সোয়ানের চেয়ে ৪২ উইকেট বেশি তার। সোয়ান সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেন ২০১৩ সালে।
১৯৬৪ সালে কেন্টে তার জš§। কাউন্টি ক্রিকেটের ২৪ বছরের ক্যারিয়ারের পুরোটা সময় আন্ডারউড কাটিয়েছেন কেন্টে। সব মিলিয়ে ৬৭৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ২,৪৬৫ উইকেট। খেলা ছাড়ার পর ২০০৮ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।