ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। চলতি আসরে ১০ বছর আগের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছেন লখনৌ সুপার জায়ান্টসের দুই তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি এবং আর্শাদ খান।
৯৪ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর অষ্টম উইকেটে ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়েন আয়ুষ বাদোনি ও আর্শাদ খান। তাদের কল্যাণে লড়াই করার মতো পুঁজি পায় লখনৌ।
আইপিএলের ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তুলেন আয়ুষ এবং আর্শাদ। এর আগে ২০১৪ সালে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ ৬৯ রান করেছিলেন রাজস্থান রয়েলসের দুই তারকা ব্র্যাড হগ ও জেমস ফকনার।
১০ বছর আগে তাদের গড়া সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছেন আয়ুষ ও আর্শাদ।
গতকাল আয়ুষ-আর্শাদ জুটির ৭৩ রানের সুবাদেই লোকেশ রাহুলের দল শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৭ রান তোলে। দলের হয়ে ৩৫ বলে ৫টি চার আর ১টি ছক্কার সাহায্যে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন আয়ুষ। ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন আর্শাদ খান। এছাড়া ২২ বলে ৫টি চার আর ১টি ছক্কার সাহায্যে ৩৯ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল।
অবশ্য ১৬৭ রান করেও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় লখনৌ সুপার জায়ান্টস।