ছবি: সংগৃহীত
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্লেন ম্যাক্সওয়েলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ফিরতে হয় সাজ ঘরে। শ্রেয়াস গোপালের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটির বাঁক বুঝতে ভুল করেছিলেন ম্যাক্সওয়েল।
লেগ সাইডে ফ্লিক করতে গেলে বল সামান্য ভেতরে ঢুকে আঘাত করায় পড়তে হয় এলবিডব্লুর ফাঁদে।
এদিন ম্যাক্সওয়েল থেমেছে ৪ বলে ০ রানে। এবারের আইপিএলে নিয়ে ৬ ইনিংসের মধ্যে তৃতীয় শূন্য! আর তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান। আইপিএলে ম্যাক্সওয়েলের ‘ডাক’ ইনিংস হলো ১৭টি। এটিই সর্বোচ্চ, আর কেউ এর বেশিবার শূন্য রানে আউট হননি।
তবে ১৭ শূন্যে আরও দুজনকে পাশে পাচ্ছেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরু সতীর্থ দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মা-এ দুজনও আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন।
তবে ওই দুই জনের থেকেও একটা বিষয়ে এগিয়ে ম্যাক্সওয়েল। ১৭ ম্যাচে শূন্য রানে আউট হতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে তারই। ১২৬ ইনিংসেই ১৭ বার শূন্যের দেখা পেয়েছেন ম্যাক্সওয়েল। ১৭ শূন্যধারী কার্তিকের ইনিংস সংখ্যা ঠিক এক শটি বেশি-২২৬। আর রোহিতের মোট ইনিংস ২৪২টি।