পাকিস্তানের কোচের প্রশংসায় যা বললেন ইংলিশ তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম
রোববার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে জাতীয় দলের সাবেক তারকা অলরাউন্ডার আজহার মাহমুদকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসন্ন সিরিজের জন্য দায়িত্ব পাওয়া পাকিস্তানের কোচ আজহার মাহমুদের প্রশংসা করে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্ক বাউচার বলেন, আজহার মাহমুদ একজন যোদ্ধা, তার বয়স চল্লিশের মতো। অথচ এই বয়সেও সে দৌড়ায় এবং দুর্দান্ত বোলিং করে।
মার্ক বাউচার আরও বলেন, আজহার মাহমুদ সীম এবং সুইং বোলিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞ। তিনি এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় যাকে আপনি আপনার ড্রেসিং রুমে রাখতে চাইবেন। কোচ হিসেবেও সে দারুণ। লোকেরা তাকে যেভাবে কৃতিত্ব দিয়েছে সে তার চেয়েও অনেক বেশি স্মার্ট।
তিনি আরও বলেন, পাকিস্তানের কোচ হিসেবে আজহার মাহমুদ সেরা পছন্দ। সে কোচের দায়িত্ব নেওয়ায় পাকিস্তানের জন্য অনেক বেশি ভালো হবে। তিনি অবশ্যই পাকিস্তানের ড্রেসিংরুমে শান্ত এবং সাধারণ জ্ঞানের উৎস হবেন। তিনি এমন একজন হবেন তার সাথে খেলোয়াড়রা শেখার ব্যাপারে আগ্রহী হবে।
আজহার মাহমুদ ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তারপর থেকে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কোচের ভূমিকা পালন করে ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন।