ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিকে নবীন ক্রিকেটারদের ফরম্যাট হিসেবে বিবেচনা করা হয়। মারকাটিং ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটসম্যানদের তেমন কদর নেই।
গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখড় স্টেডিয়ামে চলতি আইপিএলের ১৭তম আসরের ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে ৮ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হেরে যায় বেঙ্গালুরু।
দলের হয়ে ২৩ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন দীনেশ কার্তিক। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি বয়স্ক (৩৮ বছর ৩১৫ দিন) ক্রিকেটার হিসেবে অর্ধশতক হাঁকানোর নজির গড়েন দীনেশ কার্তিক।
৪০ বলে ৬১ রান করে আউট হয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার ইনিংস সাজানো ছিল চারটি চার এবং তিনটি ছয়ে। তিনি বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে সবচেয়ে বয়স্ক ক্রিকেটোর হিসেবে (৩৯ বছর ২৭৩ দিন) ফিফটি হাঁকান।