‘টি-টোয়েন্টি বিশ্বকাপে এবাদতের খেলার কোনো সুযোগ নেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০২:২৮ পিএম
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত আসরের এই টুর্নামেন্টে চোটের কারণে খেলা হবে না তারকা পেসার এবাদত হোসেনের।
গত বছর ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত। সেই চোটের কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে পারেননি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা অনিশ্চিত।
চোট সাড়াতে ইংল্যান্ডে পায়ের অস্ত্রোপচার করান এবাদত। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। মনে হচ্ছিল, হয়তো আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ফিট হয়ে উঠবেন।
তার চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর ১২ মাস পর্যন্তও লাগতে পারে সুস্থ হতে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।’