Logo
Logo
×

খেলা

আইপিএলে মোস্তাফিজদের ম্যাচে রেকর্ড দর্শক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পিএম

আইপিএলে মোস্তাফিজদের ম্যাচে রেকর্ড দর্শক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। এবারের আসরে মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান। তিনিই একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে প্রতিনিধিত্ব করছেন।

আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে ২৩টি ম্যাচ হয়েছে। আজ ২৪তম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও রাজস্থান রয়েলস। এই ম্যাচের আগেই জানা গেল আইপিএলে কোন ম্যাচের দর্শক জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

টিভিপর্দার বাইরে অনলাইন স্ট্রিমিংয়েও দর্শক বাড়ছে প্রতিনিয়ত। জিও সিনেমায় এবারের আইপিএল দেখছেন ভারতের বিশাল সংখ্যক মানুষ। তাদেরই এক জরিপে জানা যায় চেন্নাই সুপার কিংসের ম্যাচে বেশি দর্শক।

চলতি আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংস বনাম বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখেছিল সেই ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচটি দেখে ৩৮ কোটি দর্শক। সেই ম্যাচে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই। আসরের প্রথম ম্যাচ দেখার দিকে থেকে যা রেকর্ড। 

হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে হয়েছিল সবচেয়ে বেশি রানের ইতিহাস। দর্শক সংখ্যার দিক থেকে এই ম্যাচে রেকর্ড হয়। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৭ রান করেছিল হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। রান তাড়া করতে গিয়ে ২৪৬ রান করেছিল মুম্বাই। সেই ম্যাচ দেখেছিলেন ২৮ কোটি ৪০ লাখ দর্শক।

তালিকায় তিন নম্বরেও রয়েছে চেন্নাই। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটকে ৬৩ রানে হারিয়েছিলেন ধোনিরা। জিও সিনেমায় সেই খেলা দেখেছিলেন ২৫ কোটি ২০ লাখ দর্শক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম