ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত ১৬ আসরের ইতিহাসে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স; কিন্তু চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না দলটি।
রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দেওয়ায় সাফল্যের দেখা পাচ্ছে না মুম্বাই। চলতি আসরে ইতোমধ্যে চার ম্যাচ খেলে হ্যাটট্রিক পরাজয়ের পর অবশেষে চতুর্থ ম্যাচে জয় পেয়েছে মুম্বাই।
আজ রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রোমারিও শিফার্ড (১০ বলে ৩৯*), টিম ডেভিড (২১ বলে ৪৫), ইশান কিশান (২৩ বলে ৪২) আর রোহিত শর্মার (২৭ বলে ৪৯) ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রানের পাহাড় গড়ে মুম্বাই।
টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবসের ২৫ বলের অপরাজিত ৭১ রানের তাণ্ডবের পরও ২৯ রানে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের হয়ে জেরাল্ড কোয়েটজি ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেন।
চলতি আসরে প্রথম জয়ে শেষ ৫ ওভারে ৯৭ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।