Logo
Logo
×

খেলা

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বকেয়া বেতন বুঝে পাননি হাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বকেয়া বেতন বুঝে পাননি হাফিজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ থাকাকালীন জাতীয় দলের প্রধান কোচ কাম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন মোহাম্মদ হাফিজকে।

সাবেক অধিনায়ক হাফিজের অধীনে চলতি বছরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের টেস্টে সিরিজে ৩-০ আর নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান।

দলের এমন বাজে পারফরম্যান্সের পর পিসিবি নতুন নির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের প্রধান কোচ মোহাম্মদ হাফিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন; কিন্তু তার দুই মাসের বকেয়া বেতন বুঝে দেয়নি পিসিবি। 

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার তার পারিশ্রমিক বুঝে পাওয়ার অপেক্ষায় আছেন।   

এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, হাফিজ তার চুক্তিবদ্ধ অর্থ এখনো পাননি। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত ছিল। পিসিবির সভাপতি মহসিন নাকভির ব্যস্ত সূচির কারণে সমস্যাটির সমাধান এখনো হয়নি। ফলে হাফিজের সঙ্গে সাক্ষাৎ এবং বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। প্রচেষ্টা সত্ত্বেও হাফিজ দেশে ফিরে নাকভির সঙ্গে দেখা করতে পারেননি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম