Logo
Logo
×

খেলা

‘বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার কোনো দ্বৈরথ নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম

‘বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার কোনো দ্বৈরথ নেই’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপে তো সব কিছুকে ছাড়িয়ে যায়। 

শ্রীলংকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করা কেন্দ্র করে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। সেই ম্যাচে নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে না পারায় টাইমড আউটের আবেদন করেন সাকিব। সেই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি শ্রীলংকা। 

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসার পরও দুই দলের মধ্যকার সিরিজে সেই উত্তেজনা দেখা যায়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আভিস্কা ফার্নান্ডোকে আউট করে শরিফুল ইসলামের উদযাপনটা হয় বিশেষ। বাম হাত আড়াআড়ি রেখে ডান হাত দিয়ে ইশারা করেন হাতঘড়ির। ট্রফি জয়ের পর শরিফুলের অনুকরণ করে জবাব দেয় শ্রীলংকা। 

ওয়ানডে সিরিজ জিতে ট্রফি নিয়ে ফটোসেশনের আগে বিশ্বকাপে ম্যাথিউসের সেই আউটের ঘটনা নাটক করে দেখান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান। সেই নাটকে যোগ দেন শান্তও। তার কিছুই করার নেই বলে জানানোর অভিনয় করেন।

আজ শেষে হয়ে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও জিতেছে শ্রীলংকা। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো দ্বৈরথ নেই। এটা কেবলই দুই দলের মধ্যকার একটি ম্যাচ। ম্যাচ অবশ্যই স্পিরিট অনুযায়ী হবে এবং অবশ্যই কঠিন লড়াই হবে। এটা সব দলের বিপক্ষেই হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম