Logo
Logo
×

খেলা

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ‘অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পিএম

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ‘অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই’

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। 

কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। সিলেটে টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩২৮ রানের পর ১৯২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ফিল্ডিংয়ের বিষয়ে যেটা বলব যে, সবাই যথেষ্ট অনুশীলন করেছে। অনুশীলনে সবাই প্রত্যেকটা ক্যাচও নেয়। কেন হয়েছে তার উত্তর নেই। তবে ফিল্ডিংয়ের প্রস্তুতির কথা যদি বলি, তাহলে বলব সবাই প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা নিতে পারিনি।’

ব্যাটিংয় ব্যর্থতা নিয়ে অধিনায়ক বলেন, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’

তিনি আরও বলেন, ‘দল খারাপ করার পরে খারাপ লাগাটা কাজ করে এবং কিভাবে এটা আরও ভালো করতে পারে দলের জন্য সেটা সবসময় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকে।’

শান্ত বলেন, ‘একদমই তরুণ দল, বেশ কিছু তরুণ খেলোয়াড় খেলছে এই দলে। খুব বেশি অভিজ্ঞ না। খেলতে খেলতে হয়তো ওই অভ্যাসটা চলে আসবে। এখানে যারা আছে প্রত্যেকের ওই ইচ্ছাটা আছে, আগ্রহ আছে কীভাবে আরও বেটার ক্রিকেটটা খেলতে পারে। আমার মনে হয় আরও সময় গেলে এই দলটা আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারছে।’

অধিনায়ক আরও বলেন, ‘এটা একটা কারণ হতে পারে। কিন্তু এই কথাটা আমি বলতে চাই না। কারণ বর্তমান সময়ে যেরকম খেলা চলছে আমাদের এগুলো মানিয়েই খেলতে হবে। হ্যাঁ, যারা তিন ফরম্যাট খেলে না তাদের হয়তো প্রস্তুতি একটু নেওয়ার সুযোগ থাকে। এখন সামনে যত খেলাই আছে আমাদের এভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এভাবেই আমরা তিন সংস্করণে কিভাবে মানিয়ে নিয়ে খেলতে পারি সেই চিন্তা করে অনুশীলন, প্রস্তুতি নেওয়া উচিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম