শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের মুখে বাংলাদেশ। সফরকারীদের অপেক্ষা খানিকটা বাড়িয়ে চট্টগ্রাম টেস্ট পঞ্চমদিনে গড়ালেও ম্যাচের কোনো আকর্ষণ আর অবশিষ্ট নেই। আগামীকাল পঞ্চম ও শেষদিন যতক্ষণ মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম টিকবেন, ততক্ষণ টিকে থাকবে ম্যাচ প্রলম্বিত করার আশা।
এদিকে সম্ভাব্য হার ছাপিয়ে আলোচনায় টাইগারদের হতশ্রী ব্যাটিং। দুই টেস্টের চার ইনিংসেই নিদারুণ ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। কেউ বলার মতো রান করতে পারেননি। শুধু সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রান করেছিলেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি ৫০ রান করে ফিরেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের চতুর্থদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের শ্রীহীন ব্যাটিং নিয়ে কথা বলেছেন মুমিনুল, ‘এই সিরিজে আমরা ব্যাটিংয়ে পুরোপুরি ভেঙে পড়েছি। এর কোনো অজুহাত নেই। আসলে আমরা খুবই বাজে ব্যাটিং করেছি দল হিসাবে। নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার সেটা করতে পারিনি। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে আমরা অন্তত কিছু করতে পেরেছিলাম। সেই হিসাবে চিন্তা করলে এবার পুরো সিরিজ আমরা কখনোই ক্লিক করতে পারিনি।’
দ্বিতীয় ইনিংসে মুমিনুল ৫০ রান করেছেন ৫৬ বল খেলে। একটু বেশি কি আক্রমণাÍক খেলেছেন তিনি? এমন প্রশ্নে এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় না যে, আক্রমণাÍক... কেননা দ্বিতীয় ইনিংসে উইকেট ভালো ছিল। আমি চেয়েছিলাম শুধু আক্রমণাÍক নয়, স্বাভাবিক ক্রিকেটও খেলার। যদি শুধু ব্লক করি, তাহলে বোলারদের জন্য স্পেস তৈরি হয়ে যায়।’
আগের ইনিংসে তিনি সময় নিয়ে খেলেছিলেন, এ নিয়ে মুমিনুলের ভাষ্য, ‘আপনি যদি দেখেন পেস বলে আমি বাজে শট একটিও খেলিনি। স্পিনে যেটা আমার জোন, সেসব জায়গায় আমি হিসাব করে ঝুঁকি নিয়েছি। তবে প্রথম ইনিংসে অনেক সময় নিয়ে খেলেছি হয়তো। আমি যদি ডান-হাতি স্পিনারকে এগিয়ে গিয়ে মারতাম, তাহলে মনে হতো আক্রমণাÍক। আমি আসলে ঝুঁকি নিয়েছি হিসাব করে।’