ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হারের অপেক্ষায় টাইগাররা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
![ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হারের অপেক্ষায় টাইগাররা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/02/image-791689-1712059347.jpg)
চট্টগ্রাম টেস্টে ৫১১ রানের বিশাল টার্গেট তাড়ায় চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ রান। ৪৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ।
পরাজয় এড়াতে হলে আগামীকাল বুধবার বাংলাদেশকে পুরোদিন ব্যাটিং করতে হবে। হাতে আছে মাত্র ৩ উইকেট। এখনো ২৪৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
সিলেট টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশ দলকে ৫১১ রানের বিশাল টার্গেট দিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকা করে ৫৩১ রান। জবাবে প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় সাকিব আল হাসানরা।
৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১১ রান।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯৭ রানেই প্রথম সারির ৬ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় (২৪), জাকির হাসান (১৯), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২০), সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ (৫০), সাবেক আরেক অধিনায়ক সাকিব আল হাসান (৩৬) ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।
স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় দলের পরাজয় নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। লেজের ব্যাটসম্যানরা পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করছেন।
সপ্তম উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে দলীয় ২৪৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন স্পিনার শাহাদাত হোসেন (১৫)।
এরপর অভিজ্ঞ স্পিনার তাইজুলকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ রান। ৪৪ ও ১০ রানে অপরাজিত আছেন মিরাজ ও তাইজুল।
এর আগে সিলেট টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫১১ রানের বিশাল টার্গেট তাড়ায় বাংলাদেশ হেরে যায় ৩২৮ রানের বড় ব্যবধানে। চট্টগ্রাম টেস্টেও পরাজয়ের দুয়ারে বাংলাদেশ।