Logo
Logo
×

খেলা

এক ওভারে মোস্তাফিজের খরচ ২০ রান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৮:৪৫ পিএম

এক ওভারে মোস্তাফিজের খরচ ২০ রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান।

আজ তৃতীয় ম্যাচ খেলছে চেন্নাই। প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মোস্তাফিজ। এরপর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে ২ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন কাটার মাস্টার। 

আজ রোববার বিশাখাপত্তনমেতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই রীতিমতো মার খান মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজের ওই ওভারে চার বাউন্ডারিতে ২০ রান আদায় করে নেন ভারতীয় তারকা ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।

ওভারের প্রথম বলে চার মারেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ডেলিভারি নো, সেখান থেকে অতিরিক্ত এক রান সহ ২ রান পায় দিল্লি। ফ্রি হিট সহ পরের তিন ডেলিভারিতে পরপর বাউন্ডারি হাঁকান পৃথ্বী শ। পঞ্চম বলে লেগবাই থেকে এক রান নিয়ে প্রান্ত বদল করেন পৃথ্বী। ওভারের শেষ বলে সিঙ্গেল রান নেন ডেভিড ওয়ার্নার। সব মিলে সেই ওভার থেকে দিল্লি পায় ২০ রান।

তবে নিজের দ্বিতীয় আর ইনিংসে ১০ ওভারে বোলিংয়ে এসেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৩২ বলে ফিফটি পূর্ণ করা ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। সেই ওভারে মাত্র ৪ রান খচর করে এক উইকেট শিকার করেন কাটার মাস্টার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম