Logo
Logo
×

খেলা

দিনের শুরুতেই সুযোগ নষ্ট করল বাংলাদেশ, দাপট দেখাচ্ছে শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১১:০০ এএম

দিনের শুরুতেই সুযোগ নষ্ট করল বাংলাদেশ, দাপট দেখাচ্ছে শ্রীলংকা

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয়ও দিনেও সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। প্রথম দিন একাধিক ক্যাচ ফেলে লংকান ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দিনশেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

আজ পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করল বাংলাদেশ।

সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাচ্ছেন শ্রীলংকান ব্যাটাররা। প্রথম দিনশেষে তিন হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলেন লংকানরা। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রেখেছেন চান্দিমাল-ধনঞ্জয়ারা। দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন এই দুই ব্যাটার।

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন লংকানরা। দুই ওপেনার মাদুশকা ও করুনারত্নের জুটিতে আসে ৯৬ রান। রানআউট হয়ে মাদুশকা ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন করুনারত্নে। এই দুই ব্যাটারের ব্যাটে দেড়শ পেরিয়ে ছুটছেন সফরকারীরা।

এর আগে দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

১০৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও চান্দিমাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম