ভারতীয় ফুটবল ফেডারেশনেই হেনস্তার শিকার এক নারী। তিনি লিখিত অভিযোগ না করলেও মৌখিকভাবে জানিয়েছেন।
ফেডারেশনে অ্যাডমিন বিভাগে কর্মরত এক নারী এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন।
ফেডারেশনের পক্ষ থেকে ওই নারীকে আশ্বস্ত করা হয়েছে বিষয়টি নিয়ে সঠিকভাবে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার কঠোর শাস্তি হবে।
বিষয়টি নিয়ে বোর্ডের অভ্যন্তরীণ কমপ্লেন কমিটি সম্প্রতি একটি মিটিংও করেছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হবে।
ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগকারী এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তিনি মৌখিক অভিযোগ করেছেন; যা নিয়েই আমাদের অভ্যন্তরীণ কমিটি বৈঠকে বসেছিল। অভিযোগকারীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি কিছুটা সময় চেয়েছেন যে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ জমা দেবেন কী দেবেন না, তা ভেবে দেখতে। আমরা এখনো বিশদ জানি না ঠিক কোন বিষয়ে চার্জ গঠন করা হবে। আমরা কথা বলব। তদন্ত করব এবং রিপোর্ট জমা করব।