Logo
Logo
×

খেলা

‘বাংলাদেশ আক্রমণাত্মক হলে আমরাও আক্রমণাত্মক হব’ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

‘বাংলাদেশ আক্রমণাত্মক হলে আমরাও আক্রমণাত্মক হব’ 

বাংলাদেশ সফরে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। 

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলংকাকে হারায় স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। 

ওয়ানডে সিরিজ শেষে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেটে প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ ৫১১ রানের বিশাল টার্গেট তাড়ায় হেরে যায় ৩২৮ রানের বড় ব্যবধানে। 

আগামীকাল শনিবার থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এই টেস্টে দীর্ঘ ১ বছর পর ফিরেছেন সাকিব আল হাসান। তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিং সাইট শক্তিশালী হয়েছে। 

দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরুর আগে আজ শুক্রবার অনুশীলন শেষে চট্টগ্রামে এক প্রশ্নের জবাবে শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হব। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে ধনাঞ্জয়া বলেন, উইকেট আমার কাছে ভালো লেগেছে। এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে। তবে সময় যত গড়াবে, তখন হয়তো স্পিন ধরবে।

চট্টগ্রাম টেস্টে নিজেদের দল নিয়ে ডি সিলভা বলেন, ‘আমরা যদি তিন পেসার নিয়ে খেলি, তাহলে আসিতা নিশ্চয়ই খেলবে।’ 

প্রতিপক্ষ দল নিয়ে লংকান অধিনায়ক বলেন, ‘ওদের একটা ম্যাচই খারাপ গেছে। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম