Logo
Logo
×

খেলা

পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে বিপদে উসমান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম

পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে বিপদে উসমান

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টকে সামনে রেখে ইতোমধ্যে লাহোরে ক্যাম্প করছে পাকিস্তান ক্রিকেট দল।

সেই ক্যাম্পে ডাকা হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ব্যাটসম্যান উসমান খানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডাকে সাড়া দেওয়ায় উসমানের ওপর ক্ষেপেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চুক্তি লঙ্ঘন করেছেন কিনা তা নিয়ে তদন্ত করছে দেশটির ক্রিকেট বোর্ড। 

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শুধু বোর্ডের সঙ্গে নয়, আইএল টি-টোয়েন্টি, টি-টেনসহ আরব আমিরাতের লিগগুলোতে উসমান স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছেন- সেসব লিগে উসমান কোনো চুক্তি ভঙ্গ করেছেন কিনা, সেটাও তদন্ত করছে ইসিবি।

ইএসপিএনক্রিকইনফো আরও জানিয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চুক্তি ভঙ্গ করলে শাস্তি হিসেবে উসমানকে আর্থিক দিক থেকে লোভনীয় আরব আমিরাতের লিগে নিষিদ্ধ করা হতে পারে। 

তবে উসমান বিশ্বাস করেন, তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। তার দাবি, চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড আছে। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরের মুলতান সুলতানসের হয়ে খেলেন উসমান। উসমানের চোখে এখন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম